শেখ আবু সালেক মাসিক সাহিত্যপাতার সহ-সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। মাসিক সাহিত্যপাতার সভাপতি সাকিবুজ্জামান ও সম্পাদক আব্দুর রহমানের আহŸানে তিনি এ দায়িত্ব নিতে সম্মতি জ্ঞাপন করেন। প্রসঙ্গত, মাতা-পিতার দেয়া নাম শেখ আবু সালেক চাঁদ এবং তার লেখক নাম আবু সালেক চাঁদ এছাড়া তার ফেসবুক আইডি ‘কালাচান কবি’। ১৯৮০ সালের দুই মে তিনি জন্মগ্রহণ করেন। জন্ম ও বসবাস সুলতানপুর, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, বাংলাদেশ। তিনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক।
সাতক্ষীরা সরকারি কলেজের কম্পিউটার অপারেটর। ‘দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’ পত্রিকার সাহিত্য সম্পাদক। ‘পুষ্পরেণু সাহিত্য সংসদ’র সাধারণ সম্পাদক। নবম শ্রেণি থেকে রবীন্দ্র-নজরুল-শরৎ-জীবনানন্দ পড়তে পড়তে সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। সেই থেকে তিনি সাহিত্য চর্চা করে আসছেন। ১৯৯৭ সাল থেকে তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা, ছড়া, গল্প, নাটক লিখে চলেছেন। এছাড়া তিনি মঞ্চ নাটক ও ভিডিও নাটকে অভিনয় করেন ও নির্দেশনা দিয়ে থাকেন -প্রেস বিজ্ঞপ্তি।