আগস্ট ২৪, ২০২২
মাজরা পোকা দমনে বায়ারের নতুন ঔষধ ভায়েগো উদ্বোধন
ফারুক হোসাইন রাজ, কলারোয়া: ফসলে ক্ষতিকর মাজরা পোকা দমনে সাতক্ষীরার কলারোয়ায় এবার পরিবেশ বান্ধব নতুন কীটনাশক ভায়েগো উদ্বোধন করেছে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড। গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাগদাহ বাজারের কৃষি উদ্যোগতা আলহাজ্ব কামাল গাজীর বেটার লাইফ ফার্মিং সেন্টারে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড এর কলারোয়ার পরিবেশক ও আল্লাহর দান কৃষি ভান্ডারের সত্তাধিকারী সুমন হোসেনের আয়োজন ও সভাপতিত্বে কেক কেটে আনুষ্ঠানিক ভাবে নতুন এ ভায়েগো ঔষধের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড এর যশোর রিজওনাল ম্যানেজার রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা টেরিটরি অফিসার কৃষিবিদ সুব্রত কুমার। ফিল্ড অফিসার হাবিবুর রহমানের সঞ্চালনায় ভায়েগো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা মেন্টর জাকির হোসেন, এগ্রি কনসালটেন্ট জিয়ারুল ইসলাম, হুসাইন আহমেদ, ফিল্ড অফিসার নয়ন হোসেন, আলিফ আল মামুন, সাগদাহ এলাকার লিড ফার্মার আবুল হোসেন, জিল্লুর রহমান, কলাটুপি এলাকার আমানুল্লাহ আমান, পানিকাউরিয়া এলাকার আব্দুস সালাম, সিমানন্দকাটি এলাকার মুক্তার হোসেনসহ উপজেলার দেড় শতাধিক কৃষকবৃন্দ। অনুষ্ঠানে অতিথিরা বলেন, ধানসহ অন্যান্য ফসলকে মাজরা পোকার আক্রমণ থেকে রক্ষা করতে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের পরিক্ষিত পরিবেশ বান্ধব নতুন কীটনাশক ভায়েগো দক্ষিণ কোরিয়ায় প্রস্তুতকৃত এখন বাংলাদেশেও সুলভ মূল্যে পাওয়া যাবে। গত ১৬ আগস্ট থেকে বাংলাদেশের সাতক্ষীরা জেলাতে ৪০ মিঃলিঃ ও ৮০ মিঃলিঃ বোতল এর ভায়েগো কীটনাশক বায়ারের বৈধ রিটেইলারের নিকট থেকে কৃষকেরা ক্রয় করতে পারছে। ফসলে মাত্র দুই বার প্রয়োগ করতে হয়। তবে ধানের চারা রোপনের ১৫ থেকে ২৫ দিন পরে প্রথম বার ও ৪০ থেকে ৫০ দিন পরে দ্বিতীয় বার পানি অথবা ইউরিয়া সারের সাথে মিশিয়ে ছিটাতে হয়। দেড় বিঘা জমিতে প্রথমবার ৪০ মিঃলি ও তিন বিঘা জমিতে ৮০ মিলি প্রয়োগ করলে মাজরা পোকার আক্রমণ নির্মূল করা সম্ভব। 8,255,868 total views, 4,777 views today |
|
|
|