আগস্ট ২১, ২০২২
ভাড়াটিয়া সেজে ইজিবাইক চুরি!
![]() নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ভাড়াটিয়া সেজে ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। ইজিবাইক হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন সাতক্ষীরার বাঁকাল ইসলামপুর গ্রামের দরিদ্র পরিবারের তারিকুল ইসলামের পুত্র ফিরোজ হোসেন(১৮)। গত ১৩ আগস্ট দুপুরে সাতক্ষীরা শহরের গফুর সাহেবের ব্রিজ সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় ভ‚ক্তভোগী ফিরোজ হোসেনের পিতা বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী ফিরোজ হোসেন জানান, আগরদাড়ী গ্রামের আক্তারুল ইসলামের কাছ থেকে দৈনিক ভাড়াচুক্তিতে ইজিবাইক (যার সাতক্ষীরা পৌরসভার লাইসেন্স নং ৪১৯) দীর্ঘদিন ধরে চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। গত ১৩ আগস্ট দুপুরে জনৈক ব্যক্তি ইটাগাছা এলাকা থেকে গফুর সাহেবের ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে একটি বাড়ি থেকে বাচ্চা ডেকে আনতে বলে। চালক ফিরোজ ওই চোরের মতলব বুঝতে না পেরে ইজিবাইক রেখে বাড়ির গিয়ে কাউকে না পেয়ে ি ফরে এসে দেখে তার ইজিবাইকটি নেই। ওই জনৈক চোর তার ইজিবাইকটি নিয়ে পালিয়েছে। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ইজিবাইকটি না পেয়ে দিশেহারা হয়ে পড়ে ফিরোজ হোসেন। এঘটনায় তিনি সাতক্ষীরা জেলা পুলিশের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। 5,945,095 total views, 361 views today |
|
|
|