সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেল্প) আওতায় এই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স ম কাইয়ুম, ব্র্যাক এর জেলা ব্যবস্থাপক মোঃ হুমায়ন কবির, ব্র্যাক কর্মকর্তা জাহিদা খাতুন ও ইউপি সদস্যবৃন্দ।
সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সবার আগে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, রাস্তাঘাট ও গণপরিবহন নারীবান্ধব ও যৌন হয়রানি মুক্ত করতে হবে। স্বল্পশিক্ষিত ও শিক্ষা থেকে ঝরে পড়ার পর মেয়েরা যেন বেশি করে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ এর আওতায় আসতে পারে সেদিকে দৃষ্টি দিতে হবে। সর্বোপরি আমাদের প্রত্যেকের অবস্থান থেকে বাল্য বিবাহ প্রতিরোধে উদ্যোগ নিতে হবে।