প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা পৌর যুবদলের অধীনস্থ ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের চালতেতলা মেজ মিয়ার মোড়ে রাইচ মিলের চাতালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা পৌর যুবদলের আহŸায়ক আলী শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু। প্রধান বক্তা জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ আর মুকুল।
সম্মেলন উদ্বোধন করেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা সদর ও পৌর যুবদলের সাংগঠনিক টিম প্রধান শফিকুল আলম বাবু কাউন্সিলর। আরো বক্তব্য রাখেন পৌর যুবদলের যুগ্ম আহŸায়ক নাসির উদ্দিন, এসকে রুবেল, অ্যাডভোকেট মেহেদী হাসান, কাজী রোমান, রোমেল পারভেজ, শামীম হোসেন, দেবাশীষ চৌধুরী, মো. শাওন, প্রমুখ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাসুদ রানা সবুজ। সন্ধ্যার পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সকলের কণ্ঠ ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। চার নম্বর ওয়ার্ডের সভাপতি আছাদুরজ্জামান, সহ-সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক শাহেদ খান, সাংগঠনিক সম্পাদক আনজীর হোসেন। পাঁচ নম্বর ওয়ার্ডের সভাপতি মাছুদুর রহমান রাজু, সহ-সভাপতি হাসানুর রহমান, সাধারণ সম্পাদক মহাসীন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মাদ অজেদ আলী, সাংগঠনিক সম্পাদক হাসনুল বোরহান। ছয় নম্বার ওয়ার্ডের সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি মোহাম্মদ আবদুল বারি, সাধারণত সম্পাদক ফিরোজ গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন। নির্বাচিত সকল নেতৃবৃন্দকে জেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়।