পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় ভোক্তা অধিদপ্তর ও র্যাবের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ ভেজাল খাদ্য বিক্রির দায়ে ১ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা ভোক্তা অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক জাকির হোসেন ও সাতক্ষীরা র্যাব -৬ ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা আদায় করে।
এসময় পাটকেলঘাটার ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে ৭৫ হাজার টাকা, মান্নান হোটেলকে ৫০ হাজার টাকা, পলাশ হোটেলকে ২০ হাজার টাকা এবং গোপিনাথপুর এলাকার সুজন ফুড প্রোডাক্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সাতক্ষীরা র্যাব-৬ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসেন বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/