আগস্ট ২৯, ২০২২
নরেন্দ্র নাথ মুন্ডার পরিবারের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক : শ্যামনগরের ঈশ^রীপুর ইউনিয়নের ধুমঘাট অন্তাখালি গ্রামে ভূমিদস্যুদের হাতে নিহত আদিবাসী নরেন্দ্র নাথ মুন্ডার পরিবারের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সোমবার (২৯ আগস্ট) দুপুরে প্রয়াত নরেন্দ্র নাথ মুন্ডার বাড়িতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মতবিনিময় ও শোকাহত পরিবারকে সমবেদনা জানান। এসময় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তিলোক কুমার গোস্বামী শোকাহত মুন্ডা পরিবার এবং মুন্ডা আদিবাসীদের উদ্দেশ্যে বলেন, ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সকল আদিবাসী পরিবারের পাশে অতীতে ছিলো এখনো আছে আগামীতেও থাকবে’। তিনি বলেন, ‘ভূমিদস্যুদের হাতে নিহত আদিবাসী নরেন্দ্র মুন্ডার হত্যাকারীদের দ্রæত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের জন্য যা যা করণীয় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সে বিষয়ে সার্বিক সহযোগিতা করবে’। তিনি আদিবাসী মুন্ডা সম্প্রদায়কে একত্রে থাকার জন্য আহŸান জানান। তিনি প্রতিবন্ধী মুন্ডা শিশুকে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বিশ^জিত দে মিঠু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবাট নিক্সন ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলার কার্যকারী সদস্য ও দৈনিক যুগের বার্তার বিশেষ প্রতিনিধি অমিত কুমার ঘোষ প্রমুখ। সমগ্র মতবিনিময় সভা পরিচালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল। 8,590,510 total views, 7,196 views today |
|
|
|