নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন জেলা সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার নেতৃবৃন্দ। সোমবার (২৯ আগস্ট) বেলা ১২টায় জেলা পুলিশ সুপার’র কার্যালয়ে সৌজন্য সাক্ষাত ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন জেলা সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার নেতৃবৃন্দ। নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন সংগঠনের সহ-সভাপতি দৈনিক কল্যাণ পত্রিকার তালা প্রতিনিধি মাওলানা মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বার্তা সম্পাদক মো. তুহিন হোসেনসহ সকল সদস্যবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম, অর্থ সম্পাদক মো. আব্দুল মোমিন, প্রচার সম্পাদক আলামিন রোকন, সহ- প্রচার সম্পাদক মো. ইয়াছিন আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মো. ফারুক হোসেন সোহাগ, তথ্য প্রযুক্তি সম্পাদক মো. আজিবর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক মো. খায়রুল বাসার, ক্রীড়া সম্পাদক সোহানুর রহমান শাহিন ও সদস্য সচিব আজগার আলী, জেলা সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় আরোও উপস্থিত ছিলেন সাংবাদিক মো. জিয়াউর রহমান।