আগস্ট ১৬, ২০২২
নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগরের নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকীতে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও সকল বিদেহী আত্মার মাগফিরাতের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মাসব্যাপী কর্মসূচীর মধ্যে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় ১৪ই আগস্ট বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। দিবসটি উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল। জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এনজিএফ এর পরিচালক মাইক্রোফাইনান্স মো. আলমগীর কবির, হেড অব অর্থ হিসাব নুর মো. রাসেল খান, হেড অব মনিটরিং ও মূল্যায়ন এসএম মাহাবুব আলম, হেড অব আভ্যন্তরীন নিরীক্ষা এমএম শহীদুল ইসলামসহ প্রধান কার্যালয় ও নওয়াবেঁকী অঞ্চলের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবন চরিত্র, ছাত্র জীবন, রাজনৈতিক জীবন, কর্মজীবন ও সংগ্রামের ঐতিহাসিক বিশদ বর্ণনা করেন সংস্থার এমই তত্ত¡াবধায়ক মো. সোহরাব হোসেন। দ্বিতীয়ার্ধের অনুষ্ঠানে আবুজার গেফারী মাদ্রাসার এতিম ও অসহায় ছাত্রছাত্রীদের নিয়ে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এনজিএফ এর ব্যবস্থাপক প্রশিক্ষণ মো. আমিনুর রহমান। ১৬ আগস্ট ২০২২ সমন্বিত কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তা মো. সামিউল আলিম বৃক্ষরোপণ কর্মসূচী ২০২২ বাস্তবায়নের লক্ষ্যে আবুজার গেফারী মাদ্রাসার প্রাঙ্গণে উপক‚লীয় জলবায়ুর সাথে টেকসই বিভিন্ন প্রকার ফলজ চারা রোপণ করেন। 8,314,557 total views, 3,803 views today |
|
|
|