আগস্ট ২৪, ২০২২
দেবহাটায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
দেবহাটা প্রতিনিধি : জ্বালানি তেলের দামবৃদ্ধি, লোডশেডিং, দ্র্রব্যমূল্যের উদ্ধগতি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দেবহাটা উপজেলা বিএনপির আয়োজনে পারুলিয়া আদর্শ আমিনিয়া মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ডাঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন, জেলা বিএনপির সদস্য সচিব ও লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম আহবায়ক ও আলিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, যথাক্রমে যুগ্ম-আহবায়ক শেখ তরিকুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব। উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক বাবুর পরিচালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দীন সিদ্দিকী, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, জেলা যুবদলের আইনুল ইসলাম নান্টা, স্বেচ্ছাসেবকদলের সোহেল আহম্মেদ মানিক, জেলা কৃষক দলের আহছানুল কাদির স্বপন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল হাবিব মন্টু, সাবেক ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সজিব হোসেন, গোলাম মোরশেদ মিলন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তব্যে বক্তারা দ্রব্যমূল্যের দাম কমানো, লোডশেডিং বন্ধ নেতাকর্মীদের নামের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। 8,173,348 total views, 14,133 views today |
|
|
|