Site icon suprovatsatkhira.com

দুই দিন ছুটির কবলে ভোমরা স্থলবন্দর

নিজস্ব প্রতিনিধি: দুই দিন ছুটির কবলে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। জন্মাষ্টমী ও সাপ্তাহিক ছুটির কারণে বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকবে সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম। আগামী শনিবার থেকে স্বাভাবিকভাবে চলবে স্থলবন্দরের কার্যক্রম।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান,জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার ও সাপ্তাহিক ছুটি শুক্রবারে ভোমরা স্থলবন্দরের সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার থেকে আমদানি-রপ্তানি আবারও শুরু হবে।
তবে পাসপোর্টধারী যাত্রী পারাপার করোনা প্রতিরোধের শর্ত সাপেক্ষে স্বাভাবিক থাকবে বলে ইমিগ্রেশন সূত্র থেকে জানা গেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version