Site icon suprovatsatkhira.com

তালায় কোভিড-১৯ প্রতিরোধে টাউনহল মিটিং

তালা প্রতিনিধি : কোভিড-১৯ প্রতিরোধ : ঝুকি নিরপণ, যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদার কর্মসূচির আওতায় তালায় স্বাস্থ্য বিভাগ সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ সমূহের সাথে টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফ’র সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্টের বাস্তবায়নে, কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের আওতায় বুধবার (২৪ আগস্ট) সকালে উপজেলা প্রাণি সম্পদ অফিস সেমিনার কক্ষে উক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট সাতক্ষীরা জেলার সমন্বয়কারী কাকলী সরকার’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, তালা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনিমোহন ঘোষ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার প্রভাষ দাস।

সভায় অন্যান্যের মধ্যে প্রধান শিক্ষক মানিক চন্দ্র, আব্দুল মজিদ, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, মাধ্যমিক শিক্ষা অফিসের ওসমান হোসেন, সাইফুল ইসলাম, তালা হাসপাতালের মো. রিপন হোসেন, হাঙ্গার প্রজেক্টের স্বেচ্ছাসেবক মো. মনিরুল ইসলাম, রুহুল আমীন, এনজিও কর্মী দিলিপ দাশ, সাংবাদিক কার্তিক আচার্য্য ও ছাত্রলীগ নেতা সোহাগ হোসেন প্রমুখ বক্তৃতা করেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, সাংবাদিক, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, হাঙ্গার প্রজেক্টের স্বেচ্ছাসেবক ও কমিউনিটি প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় কোভিড-১৯ সংক্রমন প্রতিরোধে সচেতনতামূলক নানান কর্মসূচী গ্রহন, বাস্তবায়ন, বাল্য বিবাহ প্রতিরোধ, শিক্ষার্থী ঝরে পড়া প্রতিরোধ সহ চলমান কোভিড ভ্যাকসিন কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করার উপর আলোচনা অনুষ্ঠিত হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version