আগস্ট ২০, ২০২২
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী অবৈধ বালু উত্তোলন বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানবন্ধন-সমাবেশ
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন ও সাতক্ষীরা সদর থানার তদন্ত কর্মকর্তা ওসি বিশ্বজিৎ কুমারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে হাজার হাজার গ্রামবাসী। তারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ ছাত্রলীগ থেকে সুমনকে বহিস্কার ও তদন্ত ছাড়ায় গ্রামবাসীদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা গ্রহনের প্রতিবাদে সদর থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ কুমারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন আলীপুর ইউনিয়নবাসী। শনিবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের গাংনিয়া ফুটবল মাঠে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে হাজার হাজার এলাকাবাসী। এ সময় সমাবেশ থেকে ‘গাংনিয়া লাবন্যবতী খাল থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন বন্ধ কর করতে হবে, গ্রামবাসীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার কর করতে হবে’ এই ¯েøাগানে ¯েøাগানে প্রকম্পিত হতে থাকে পুরো এলাকা। বিকেল ৫টা বাজার সাথে সাথে গ্রামের স্কুল পড়–য়া ছাত্র থেকে বয়োবৃদ্ধ নারী-পুরুষ হাতে হাত রেখে গাংনিয়া ফুটবল মাঠের রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ চলাকালে বক্তরা বলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন ভোমরা রোডের ট্রাক এক্সেল কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান এসপেকটা নামক প্রতিষ্ঠানের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে গ্রামের শত শত মানুষের জান-মাল হুমকির মূখে ঠেলে দিয়ে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে বালু সরবরাহের জন্য গাংনিয়া লাবন্যবতী খাল থেকে ড্রেজারম্যাশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তলোনের পায়তারা করে আসছিল। গ্রামবাসীরা বাঁধা দিলে ৯ আগস্ট গাংনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গ্রাম্য বৈঠকে ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন উপস্থিত ইউপি সদস্য মোশারাফ হোসেন নিউট্্রনসহ ৪ শতাধিক গ্রামবাসীর সামনে ওই খাল থেকে বালি উত্তোলন করবে না বলে প্রতিশ্রতি দিয়ে চলে যান। কিন্তু কয়েক দিন যেতে না যেতেই বটতলা লাবণ্যবতি খাল থেকে বালি উত্তোলনের সরঞ্জামাদি, ড্রেজার মেশিন কোন কিছুই অপসারণ না করে ১৫ আগস্ট ইউনিয়নবাসীর নামে ড্রেজার মেশিন ভাঙচুর, দশ লক্ষ টাকার ২০০ পিস পাইপ লুটপাট, ঠিকাদার প্রতিষ্ঠানের সাব কনটাকট্রার আল-আমিনের ছেলের পকেট থেকে ১০ হাজার ৫০০ টাকা তুলে নেওয়া ও তার বাম হাতের হাড়ভাঙ্গা জখমসহ লোকজনদের লাঠি সোটা ও লোহার রড় দিয়ে মারপিট করে ৫ লক্ষ টাকার ক্ষয় ক্ষতির অভিযোগ এনে সাতক্ষীরা থানায় একটি হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেন। যে সম্পুর্ন মিথ্যা ভিত্তিহীন বলে দাবি করেন বক্তারা। বক্তরা আরও বলেন, এই ঘটনায় ওসি বিশ্বজিৎ কোন তদন্ত ছাড়ায় কয়েকজন গ্রামবাসীকে আটক করে কোট হাজতে প্রেরণ করেন। গ্রামবাসীদের অভিযোগ একজন থানার কর্মকর্তা কোন তদন্ত ছাড়ায় কিভাবে একটি কল্প-কাহিনী ও মিথ্যা তথ্য দিয়ে সাজানো হয়রানিমূলক মামলা রেকর্ড করলেন গ্রামবাসীদের বক্তব্যে মূহুর মুহুর এসব বিষয়টি উঠে আসে এবং ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা গ্রহণসহ হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। সমাবেশে বক্তরা আরও বলেন লাব্যণ্যবতী খাল এটি কোন সরকার নির্ধারিত বালুমহল নয়। তার পরেও ছাত্রলীগের জেলার সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন তার ক্ষমতার পাওয়ার খাটিয়ে গ্রামবাসীদের নামে মিথ্যা মামলা দিয়ে ওই স্থান থেকে আবারও অবৈধ বালু উত্তোলনের পায়তারা চালিয়ে যাচ্ছে। এখানে বালু উত্তোলন হলে শত শত পাকা ঘরবাড়ী, মসজিদ-মাদ্রাসাসহ অসংখ্য স্থাপনা ভূমি ধ্বসের কবলে পড়বে। এব্যাপারে এলাকাবাসির পক্ষ থেকে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে বলে জানান বক্তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে আলিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশারাফ হোসেন নিউট্্রন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ৭ নং আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ সরদার, সদর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল ইসলাম বাবু, ইউপি সদস্য আশরাফুল ইসলাম লাকি, আব্দুল্লাহ গাজী, রফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্যা সেলিনা বেগম। এর আগে মানববন্ধনে বক্তব্য রাখেন গাংনিগ্রামের কৃষক জিয়াউর ইসলাম, মর্জিনা খাতুন, রহমান গাজী, আজগর আলী, মিন্টু, নয়ন, রিয়াজুল প্রমুখ। বক্তরা অবিলম্বে ছাত্রলীগ নেতা সুমন হোসেনকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিস্কার ও গ্রামবাসীদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রতাহারের দাবি জানান। 8,314,427 total views, 3,673 views today |
|
|
|