মাহফিজুল ইসলাম আককাজ : ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ আগস্ট) বিকাল ৫ টায় শহরের মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু’র সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মনসুর আহমেদ, জেলা কৃষকলীগের সহ-সভাপতি স.ম আতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, এন.এন.বি রাশেদ সরোয়ার শেলী, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি স.ম তাজমিনূর রহমান টুটুল, পৌর কৃষকলীগের সভাপতি মো. শামসুজ্জামান জুয়েল, শ্যামনগর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জি.এম আনিসুর রহমান আনিস, তালা উপজেলা কৃষক লীগের সভাপতি মো. ময়নুল ইসলাম প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহী মসজিদের খতিব মুফতি হাফিজুর রহমান। এসময় কৃষকলীগের জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন কৃষকলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন।