নিজস্ব প্রতিবেদক : ২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ আগস্ট) সকাল ১১ টায় সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল হয়, মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ হয়। প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান।
সঞ্চালনা করেন সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তৌহিদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সভাপতি মো. হাসানুজ্জামান নিশান, জেলা ছাত্রলীগ নেতা খায়রুল্লা আরাফাত, পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি আবিদ হাসান, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাজী মুনতাসির আহম্মেদ, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সামিউর সানজির, ইকবাল মাহমুদ, আশিকুর রহমান, সিটি কলেজ ছাত্রলীগ নেতা তৌকির প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিটের নেতা কর্মী উপস্থিত ছিলেন।