আগস্ট ১৬, ২০২২
গাবুরার মসজিদ-মন্দিরে প্রধানমন্ত্রীর উপহার
গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের মসজিদ মন্দিরে সুপেয় পানি সংরক্ষণের জন্য প্রধানমন্ত্রীর উপহারের পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ১১টায় চাঁদনীমুখা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এডিপির অর্থায়নে শ্যামনগর উপজেলা পরিষদের মাধ্যমে এ উপহার হস্তান্তর করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন চাঁদনীমুখা রাজার পাঞ্জেগানার ইমাম হাফেজ মো. জুবায়ের হাসান। পবিত্র গীতা পাঠ করেন বিকাশ চন্দ্র মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি. এম. মাছুদুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এম. আতাউল হক (দোলন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ূব (ডলি), উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল ইসলাম। অনুষ্ঠানে ৮নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান এস, এম, রবিউল ইসলাম, ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, গাবুরা ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মসজিদের সভাপতি সাধারণ সম্পাদক ও মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক প্রমুখ। 8,255,368 total views, 4,277 views today |
|
|
|