আগস্ট ২৪, ২০২২
গাবুরাকে দুর্যোগ সহনশীল মডেল ইউনিয়ন রুপান্তরে কর্মশালা
নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলায় বন্যা ও ঘূর্ণিঝড়প্রবণ গাবুরা ইউনিয়নকে দুর্যোগ সহনশীল মডেল ইউনিয়নে রূপান্তরকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ আগস্ট) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসস (সিইজিআাইএস)- পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি ট্রাস্ট এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, জেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আঃ বাছেদ, দুর্যোগ ব্যবস্থাপনার বিশেষজ্ঞ ড. ফারহানা আহাম্মেদ। এসময় উপস্থিত ছিলেন, গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাছুদুর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাকির হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ এনামুল ইসলাম, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান সহ গাবুরা ইউনিয়নের সুশীল সমাজের মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোঃ আশিষ মাওলা। 8,181,983 total views, 4,344 views today |
|
|
|