আগস্ট ২, ২০২২
কয়রার মসজিদকুড় মসজিদকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে- প্রতিমন্ত্রী কেএম খালিদ
মো. রউফ, কয়রা (খুলনা) প্রতিনিধি : সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি বলেছেন, কয়রায় অবস্থিত খানজাহান আলী পীরের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী মসজিদকুড় মসজিদকে কেন্দ্র করে এই এলাকায় পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। পীর খানজাহান আলীর সময়কার নির্মিত এই প্রাচীনতম মসজিদটি যথাযথ মান উন্নয়নের মাধ্যমে কয়রায় পর্যটনের গুরুত্ব বাড়িয়ে তোলা সম্ভব। কারণ পর্যটনের ক্ষেত্রে সুন্দরবন সংলগ্ন এ জনপদ খুলনার কয়রায় অপার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক অবকাঠামোকে মজবুত করার যথেষ্ট সুযোগ আছে। এ জন্য যা প্রয়োজন সংস্কৃতি মন্ত্রণালয় মাধ্যমে করা হবে। তিনি মঙ্গলবার (০২ আগস্ট) বেলা ১১টায় ঐতিহ্যবাহী মসজিদকুড় মসজিদ চত্বরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মো. আকতারুজ্জামান বাবু। সংস্কৃতি প্রতিমন্ত্রীকে কয়রা বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, উপক‚লীয় জনপদে কয়রার মসজিদকুড় মসজিদকে ঘিরে এ অঞ্চলের মানুষের নানান স্বপ্ন রয়েছে। এখনে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলে দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা বেড়ে যাবে। এতে করে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের পথ সুগম হবে। অর্থনৈতিক ভাবে মানুষ হবে স্বাবলম্বী। তিনি আরও বলেন, দেশের উপক‚লীয় ও দুর্যোগ প্রবণ এলাকার মানুষ বর্তমান অনেক আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, সেজন্য সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হলে এ জনপদের মানুষ উপকৃত হবে। আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েলের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল দাসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম মোহসিন রেজা, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম, পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মুনিম লিংকন, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, কয়রা থানা অফিসার ইনচার্জ এবিএম.এস দোহা (বিপিএম), ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, আঃ সামাদ গাজী, আলহাজ্ব মো. আব্দুল্লাহ আল মাহমুদ, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, মো. আছের আলী মোড়ল, খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, কৃষকলীগের আহŸায়ক প্রভাষক শাহাবাজ, খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল প্রমুখ। অনুষ্ঠানে কয়রা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। 8,413,257 total views, 1,410 views today |
|
|
|