আগস্ট ১৬, ২০২২
কৈখালীতে আদিবাসী মুন্ডা পরিবারের ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ
সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামে আদিবাসী মুন্ডা পরিবারের উপর অমানবিক নির্যাতন ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানায়, ‘একই গ্রামের আমিনুদ্দিন গাজীর ছেলে মাসুমসহ তিন-চারজন মুখোশধারী এসে ওই পরিবারের শ্রী কর্ণ মুন্ডা তার স্ত্রী খুকুমণি মুন্ডা ও সঞ্জিত কুমার মুন্ডাদের মুখ ও হাত বেঁধে অমানবিক নির্যাতন শ্লীলতাহানি ও ঘরবাড়ি ভাঙচুর করে মাসুম ও তার সহযোগীরা চলে যায়। পরে স্থানীয় ইউপি সদস্য ডাক্তার আব্দুর রশিদ এসে তাদের ছেড়ে দেয়’। স্থানীয় বিষ্টু মুন্ডাসহ কয়েকজন বলেন, এই মুন্ডাদের ওপরে মাসুম ও তার গুন্ডাপান্ডা তাদের বেঁধে রেখে ঘরবাড়ি ভাঙচুর ও সোনার গহনাসহ নগদ ২০ হাজার টাকা নিয়ে চলে যায়। এদের বিচার চাই। এরা আজকে ওদের উপর নির্যাতন করেছে কালকে আমাদের ওপরেও নির্যাতন করতে পারে। এইজন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ এমপি মহোদয় ও প্রশাসনের কাছে আমরা এদের সুষ্ঠু বিচার চাই। কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, ভাটার টাকা নিয়ে তাদের সাথে একটি ঝামেলা হয়। তারপরে আমি এই ঝামেলা মেটানোর জন্য মাসুমের নোটিস এর মাধ্যমে পরিষদে হাজির হতে বলি। মাসুম পরিষদের না এসে মুন্ডাদের ১২ থেকে ১৪ জনের নামে থানায় অভিযোগ করেন। তাদের হুমকি ধামকি দেয় তারপর গত রাত্রে তাদের ওপর এই অমানবিক নির্যাতন ও ঘরবাড়ি ভাঙচুর করে বেঁধে রেখে চলে যায়। এ বিষয়ে মাসুম বলেন, আমি ওদের কাছে টাকা পাব। আমাকে অপরাধী বানানোর জন্য ওরা কৌশল করে এ গুলো করছে। আমার বিরুদ্ধে অভিযোগটি মিথ্যা। 8,592,040 total views, 8,726 views today |
|
|
|