আগস্ট ২২, ২০২২
কেশবপুরে ভাব’র উদ্যোগে আনন্দের সঙ্গে ইংরেজি শেখার উপর প্রশিক্ষণ
কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে সোমবার সকালে ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব বাংলাদেশ) এর উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আনন্দের সঙ্গে ইংরেজি শেখার উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার টিটাবাজিতপুর এম.কে.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে বিভিন্ন কৌশলে ইংরেজি শেখার উপর প্রশিক্ষণ প্রদান করেন ভাব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মো. আরিফুর রহমান। এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, শিক্ষক জাকির হোসেন, আজিবর রহমান, উদয় শংকর দাস, ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার কামরুজ্জামান রাজু ও অভিভাবক জান্নাতুল ফেরদৌস মিতা। প্রশিক্ষণ অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৪০ জন শিক্ষার্থীকে নিয়ে ভাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিতর্ক ক্লাব, ¯েপার্টস ক্লাব ও ভলান্টিয়াস ক্লাব গঠন করা হয়। কেশবপুরে ভাব বাংলাদেশ প্রকল্পের আওতায় ৭ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ের উপর এ প্রশিক্ষণ দেওয়া হবে। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ, উপবৃত্তি প্রদান ও বিভিন্ন উপকরণ প্রদান করছে ভাব বাংলাদেশ। 8,274,936 total views, 9,365 views today |
|
|
|