আগস্ট ১, ২০২২
কুল্যায় অজ্ঞান করে ৪ বাড়িতে দুঃসাহসিক চুরি
নিজস্ব প্রতিনিধি : আশাশুনির কুল্যা ইউনিয়নে বাড়ির মানুষকে অজ্ঞান করে ৪ বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। অচেতন ব্যক্তিদের বুধহাটার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। কুল্যা ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামে মৃত নিজাম উদ্দিন মাস্টারের ছেলে গ্রাম ডাক্তার মোনায়েম সরদার ও মৃত ঋষিকেশ ঠাকুরের ছেলে বাবু ঠাকুরের বাড়িতে বিশেষ পথ অবলম্বন করে বিষাক্ত দ্রব্য স্প্রে করা হয় ধারণা করে এলাকাবাসী জানান, তারা রাতের খাবার খেয়ে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়েন। বিষক্রিয়ায় বাড়ির সবাই অচেতন হয়ে গেলে চোরেরা ঘরের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে নগদ (১৬০০০+১৩০০০=) ২৯ হাজার টাকা, সোনার গহনা নিয়ে যায়। একই রাতে পাশের মৃত শাহাবুদ্দিনের ছেলে রহমান ও শংকর ঠাকুরের বাড়ির তালাচাবি ভেঙ্গে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়। মোনায়েম ও বাবু ঠাকুরের বাড়ির অচেতন লোকজনকে বুধহাটার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের হুঁশ ফিরে এসেছে। বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শোয়েব ঘটনাস্থান পরিদর্শন করেছেন। 8,256,006 total views, 4,915 views today |
|
|
|