আগস্ট ১, ২০২২
কুলিয়ায় ফেয়ার মিশনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের উদ্যোগে ০১ আগস্ট সোমবার বিকাল ৫ টায় কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। ৩২দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় দিনের খেলা। এক দিকে অংশগ্রহণ করেন খেজুর বাড়ীয় ফেয়ার মিশন ফুটবল একাদশ এবং কুলিয়া ফেয়ার মিশন ফুটবল একাদশ। ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিনের সভাপতিত্বে উক্ত খেলায় অতিথি ছিলেন দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটার বিশিষ্ট সমাজসেবক আওয়ামী লীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম, ইউপি সদস্য আবু সাঈদ, ফেয়ার মিশনের উপজেলার সভাপতি হাবিবুর বাশার, কুলিয়ার সভাপতি, মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আবু রায়হান, সাংবাদিক ডা: অহিদুজ্জামান, ওমর ফারুক মুকুল, রুহুল আমিন, শাহিনুর ইসলাম, জাতীয় ফুটবল রেফারি রফিক-উল ইসলাম খান প্রমুখ। খেলার রেফারির দায়িত্ব পালন করেন। জাফরুল খান (শাম্ভু) সহকারী আরিফিন সিদ্দিকী ও ইয়াছিন আলি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ফেয়ার মিশনের উপজেলার সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, খেলায় কুলিয়া ফেয়ার মিশন ফুটবল একাদশ, খেজুর বাড়ীয় ফেয়ার মিশন ফুটবল একাদশকে ৩-০ গোলে হারিয়ে জয় লাভ করে। 8,254,938 total views, 3,847 views today |
|
|
|