আগস্ট ২৮, ২০২২
কুখরালী আহমাদীয়া দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচনে মো. আসাদুজ্জামান খোকন সভাপতি নির্বাচিত
![]() নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার কুখরালী আহমাদীয়া দাখিল মাদ্রাসার সভাপতি পদের নির্বাচন-২০২২ সম্পন্ন হয়েছে। রবিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৩জন শিক্ষক প্রতিনিধি ও ৫জন নির্বাচিত অভিভাবক সদস্য তাদের ভোট প্রদান করে সভাপতি নির্বাচিত করেন। এ নির্বাচনে মো. আসাদুজ্জামান খোকন ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আবু আব্দুল্লাহ আবু সাক্কার ২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি। তাকে সহযোগিতা করেন কুখরালী আহমাদীয়া দাখিল মাদ্রাসার সুপার মো. জাহাঙ্গীর মুর্ত্তেজা রেজা। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি। ফলাফল ঘেষণার পর নব-নির্বাচিত সভাপতিকে ফুল ও মিষ্টি এবং ফুলের মালা দিয়ে বরণ করা করে নেন কুখরালী আহমাদীয়া দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ। এসময় কুখরালী আহমাদীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। 5,918,705 total views, 3,267 views today |
|
|
|