নিজস্ব প্রতিনিধি: প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন কালিগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্যরা। রবিবার (২১ আগস্ট) বিকেল ৩ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় করেন সাংবাদিকরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের লেখনীর মাধ্যমে সমাজের ত্রæটিগুলো জনসম্মুখে উন্মোচিত হয়। স্বাধীনতার স্বপক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ সবার কাছে পৌঁছে দেওয়া গণমাধ্যমের ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ (দৈনিক আলোকিত বাংলাদেশ), সহ-সভাপতি হাফিজুর রহমান দৈনিক সাতনদী), সাদেকুর রহমান (দৈনিক সংযোগ বাংলাদেশ), সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ (দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা ও বার্তা বাজার), যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন (দৈনিক আজকের পত্রিকা ও দৃষ্টিপাত), সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী (দৈনিক আলোকিত সকাল ও সাতঘরিয়া), কোষাধ্যক্ষ আহাদুজ্জামান (দৈনিক জনতা ও পত্রদূত), দপ্তর সম্পাদক শেখ মাহবুবুর রহমান সুমন (দৈনিক গ্রামের কাগজ), কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন (দৈনিক সময়ের খবর ও পত্রদূত), মাষ্টার শফিকুল ইসলাম (দৈনিক মুসলিম টাইমস), মোখলেসুর রহমান মুকুল (দৈনিক খবরের আলো),
সদস্য যথাক্রমে মাষ্টার আফজাল হোসেন (দৈনিক স্পন্দন),জি, এম মামুন (দৈনিক আজকের সাতক্ষীরা), মীর মাসুম বিল্লাহ (দৈনিক তৃতীয় মাত্রা), শের আলী (দৈনিক সংবাদ প্রতিদিন), আবুল কালাম বিন আকবর (দৈনিক বাংলাদেশ সমাচার), ফজলুল হক (দৈনিক অগ্নি শিখা) ও মাসুদ খান (দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা)।
এর আগে সাংবাদিকবৃন্দ কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুর রহমানের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের আয়না। সমাজের দর্পণ হিসেবে সব সাংবাদিকদের দেশ-জাতির উন্নয়নে কাজ করতে হবে। আপনাদের যে কোন ভালো কাজে সবসময় আমাকে পাশে পাবেন।
এছাড়াও সাংবাদিক নেতৃবৃন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হালিমুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা, কৃষি অফিসার ওয়াসীম উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।