আগস্ট ২৩, ২০২২
কালিগঞ্জ কৃষ্ণনগরে জেলা প্রশাসকের মত বিনিময় সভা
জামাল উদ্দিন, কৃষ্ণনগর, কালিগঞ্জ প্রতিনিধি: জেলার তৃণমূল পর্যায়ে চলমান উন্নয়ন কাজে আরও বেশি আন্তরিক হতে হবে। সড়ক ও জনপদের উন্নয়নে যারা কাজ করছে তাদের আরও দায়িত্বশীল হতে হবে। সরকার জনকল্যাণে বেশ অবদান রাখছে, সেদিকে খেয়াল না করে দ্রব্যমুল্য ও বিদ্যুৎ সমস্যা নিয়ে সমালোচনায় ব্যস্ত। আপনাদের জানার দরকার চলমান বিশ্বের সাথে তাল মিলিয়ে এদেশে আমরা যথেষ্ট ভাল আছি। কৃষ্ণনগর ইউনিয়নে সাধারণ জনগণের সাথে মত বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর একথা বলেন। মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা ১২ টায় পরিষদ চত্বরে জনপ্রিয় চেয়ারম্যান সাফিয়া পারভীন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাঁন মিরাজ হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু প্রমুখ। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইউপি সদস্য সাইফুর রহমান ঢালী, ইউপি সদস্য জবেদ আলী, ক্রীড়া সংগঠক মাষ্টার রফিকুল ইসলাম, মিয়ারাজ হোসেন প্রমুখ। 8,314,813 total views, 4,059 views today |
|
|
|