আগস্ট ২৬, ২০২২
কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিনিধি : দেশব্যাপী লোডশেডিং, জ্বালানি তেল, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে প্রথমে ফুলতলা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ভদ্রখালী স্টেডিয়ামে গিয়ে সমাবেশে মিলিত হয়। সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ কাজী মোহাম্মদ আলাউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মোহাম্মদ শহিদুল আলম, জেলা বিএনপির সদস্যসচিব আব্দুল আলিম, যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, শেখ তারিকুল হাসান, হাবিবুর রহমান হাবিব প্রমুখ। সমাবেশে অন্যান্যদের আরো বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সমাবেশ বাস্তবায়ন কমিটির আহŸায়ক শেখ দিদারুল ইসলাম, জেলা জিয়া পরিষদের সভাপতি নুর মোহাম্মাদ পাড়, জেলা ওলামা দলের আহŸায়ক খায়রুজ্জামান রঞ্জু, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক সোলায়মান কবীর, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এবিএম সেলিম,উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দীন সোহেল প্রমুখ। উপজেলা বিএনপির সদস্যসচিব গ্রাম ডাক্তার শফিকুল ইসলাম বাবু ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সাতক্ষীরা জেলা ও কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। 8,275,412 total views, 9,841 views today |
|
|
|