আগস্ট ২৮, ২০২২
কালিগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের রতনপুর ও ধলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও প্রধানমন্ত্রীর উপর গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ আগস্ট) বিকাল ৫ টায় রতনপুর বাজার চত্বরে এসব কর্মসূচি পালিত হয়।
রতনপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি জি এম রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম নান্টু, জেলা যুবলীগের সিনিয়র সদস্য স.ম আব্দুস সাত্তার উপজেলা যুবলীগের সভাপতি শেখ নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাবিব ফেরদৌস শিমুল,ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল সাদাত রাজা প্রমুখ। 8,232,493 total views, 12,485 views today |
|
|
|