আগস্ট ২৫, ২০২২
কালিগঞ্জে আইন শৃঙ্খলা সহ বিভিন্ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে আইন শৃঙ্খলা সহ বিভিন্ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে এসব সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ হালিমুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবুর রহামন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিজিবি ক্যাম্পের প্রতিনিধিগন, গনমাধ্যমকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 8,232,457 total views, 12,449 views today |
|
|
|