নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের নলতায় স্কুল ও কলেজ পর্যায়ে মেধা অন্বেষণ শিক্ষা বিষয়ক প্রতিযোগিতার ১ম পর্যায়ে নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা, পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ আগস্ট) সকালে নবকিরণ এর আয়োজনে অত্র কলেজের অধ্যক্ষ জনাব তোফায়েল আহমেদ (উপদেষ্টা নবকিরণ) এর সভাপতিত্বে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবকিরণ এর সভাপতি মোহাম্মদ আহছান কবির টুটুল।
নবকিরণ এর সাধারণ সম্পাদক আবুল কালাম বিন আকবার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা এ.এম.আর কলেজের সকল শিক্ষক মÐলী ও নবকিরণ এর সকল সদস্যরা।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে দ্বাদশ শ্রেণীর ১ম স্থান- আয়শা সিদ্দিকা।
একাদশ শ্রেণীর ১ম স্থান- সুমাইয়া নুর, ২য় স্থান- আফরিন সুলতানা মেঘলা, ৩য় স্থান – রহিমা খাতুনকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এবং অংশগ্রহণকারী ৭৬ জন শিক্ষার্থীদের সকলের মাঝে সনদ প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের উদ্দেশ্য করে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা যারা গড়বে এরাই সেই সোনার ছেলেরা।
তাদের প্রতি আমাদের শিক্ষকদেরকে লক্ষ্য রাখতে হবে। এ মেধা ধরে রাখতে হবে। মেধা অন্বেষণ প্রতিযোগিতা মেধা ভিত্তিক শিক্ষা বিস্তারে অগ্রনী ভুমিকা পালন করে বলে তিনি আশা প্রকাশ করেন।
নবকিরণ এর পক্ষে বক্তব্য প্রদানকালে কাজী রাফিদ, ফরহাদ হোসেন ছোটন ও শারাফাত হোসেন জানান- নবকিরণ এর মেধা অন্বেষণ প্রতিযোগিতা সাতক্ষীরা জেলা ব্যাপী চলমান থাকবে এবং পরবর্তীতে এই শিক্ষার্থীদের জন্য মেডিকেল, ভার্সিটি ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রস্তুতি গ্রহণে ফ্রি ক্লাসের সু-ব্যবস্থা গ্রহণ করা হবে।