Site icon suprovatsatkhira.com

কলারোয়া সরকারি কলেজের চলমান কাজ পরিদর্শনে উপ-প্রকল্প পরিচালক

ডেস্ক রিপোর্ট: জাতীয় শিক্ষা নীতি (NEP) ২০১০ এবং টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (SDG) ২০৩০ অর্জনে দেশের ২০০ সরকারি কলেজে বিজ্ঞান বিদ্যমান সুযোগ সম্প্রসারণ অবকাঠামো উন্নয়ন, আইটি সরঞ্জাম, তথ্য প্রযুক্তি বিষয়ক বৈজ্ঞানিক যন্ত্রপাতি সরবরাহ, শিক্ষকের সক্ষমতা বিষয়ে শিক্ষকের পদ সৃজন, কলেজের মধ্যে আঞ্চলিক অসমতা দূরীকরণ, ক্রমবর্ধমান শিক্ষার্থীর চাহিদা পূরণ, দুর্গম এলাকায় কলেজের নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি সরবরাহ, অধিকতর শিখন-শিক্ষণ পরিবেশ সৃষ্টি এবং মানসম্মত যুগোপযোগী শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি লক্ষে (জিওবি) এর অর্থায়নে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “সরকারি কলেজ সমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প ” এর আওতায় ভবন নির্মাণের বাস্তব অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন সরকারি কলেজ সমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প এর উপ-প্রকল্প পরিচালক জেসমিন তাসলিমা বানু।

গত রবিবার কলারোয়া সরকারি কলেজ এর নির্মাণাধীন ৬,৬৯,৬৬,৮৪৬,৪০৮ টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট একাডেমি ভবনের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন কালে জেসমিন তাসলিমা বানু কাজ সমূহ গতিশীল করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মাহবুব ব্রাদার্সকে দ্রæত কাজ করার পরামর্শ দেন ।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ, প্রফেসর এস এম আনোয়ারুজ্জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ্বাস, সহকারি প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, উপ-সহকারি প্রকৌশলী আতিকুর রহমান প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version