Site icon suprovatsatkhira.com

এডিএস প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা তথ্য অফিসারের শুভেচ্ছা বিনিময়

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুলকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন এ ডি এস প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শুক্রবার বিকাল ৫ টায় সদরের ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজারে এডিএস প্রেসক্লাবে প্রভাষক শেখ হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক জিয়াউর রহমানের সঞ্চালনায় তাকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তি জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম তার বক্তব্যে বলেন- সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারা সমাজ উন্নয়নের রুপকার।

একজন সাংবাদিক পারে অন্যায়ের বিরুদ্ধে লেখনীর মাধ্যমে সমাজকে কলুষমুক্ত করতে। তিনি সাংবাদিক ঐক্যের ক্ষমতা সম্বন্ধে দীর্ঘ আলোচনা করেন। তিনি এ ডি এস প্রেসক্লাবের পাশে বন্ধুর মতো থাকার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান, রিয়াজুল ইসলাম রানা, তৈইমুর রহমান, ইসহাক আলী, শেখ রিভজা হোসেন, তামিম বিল্লাহ শেখ, খাবিরুল্লাহ, সিকান্দার আবু জাফর, লিংকন আসলাম, শিহাব উদ্দিন প্রমুখ। সভাপতি শেখ হেদায়েতুল ইসলাম তার সমাপনী বক্তৃতায় প্রেসক্লাবের সকল সদস্যদের ঐক্যবোধ্য হয়ে কাজ করার আহŸান জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version