আগস্ট ২৭, ২০২২
উপক‚লীয় প্রেসক্লাবে সংবাদকর্মীদের মাঝে গেঞ্জি বিতরণ
গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগরের উপক‚লীয় প্রেসক্লাবের সংবাদকর্মীদের মাঝে গেঞ্জি বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ আগস্ট) বিকাল ৫টায় নীলডুমুরে জেলা পরিষদ ডাক বাংলো মিলনায়তনে সংবাদকর্মীদের মাঝে এসব গেঞ্জি বিতরণ করা হয়। উপক‚লীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বুড়িগোয়ালিনীর নৌ থানার অফিসার ইনচার্জ খান শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপক‚লীয় প্রেসক্লাবের উপদেষ্টা বুড়িগোয়ালিনীর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান জিএম আব্দুর রউফ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আল হুদা মালী, সহ-সভাপতি জুবায়ের মাহমুদ, কোষাধ্যক্ষ বিভাস মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, কার্যকারী সদস্য সাইফুল ইসলাম, শাহিনুর ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ। সভাপতি আব্দুল হালিম বলেন, উপকূলীয় এলাকায় উন্নয়নে আমরা এক ঝাঁক তরুণ সংবাদ কর্মী উন্নয়ন ও জন-দুর্ভোগ-মূলক সংবাদ প্রচারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব। সকলের সহযোগিতা আমাদের একান্তকাম্য। উপক‚লীয় প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুর রউফ বলেন, উপক‚লীয় প্রেসক্লাবের সদস্যগণ উপক‚লের সমস্যা গুলো তুলে ধরে এই এলাকার উন্নয়নে অংশীদার হিসাবে কাজ করে যাচ্ছে। এজন্য আমি বুড়িগোয়ালিনীর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের পাশে আছি এবং থাকব। অফিসার ইনচার্জ খান শরীফুল ইসলাম বলেন, উপক‚লীয় এলাকায় উপক‚লীয় প্রেসক্লাব একটি সময় উপযোগী সংগঠন। এই এলাকায় প্রতিনিয়ত এই সংবাদকর্মীরা দুর্যোগ মুহ‚র্তে সবার আগে সংবাদ পরিবেশন করে থাকেন। এবং এই সংবাদ কর্মীদের সহযোগিতায় এগিয়ে আসবেন। তিনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রধান করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এস এম সাহেব আলী। 8,185,633 total views, 7,994 views today |
|
|
|