আগস্ট ২৮, ২০২২
ইউপি মেম্বরের সাথে অসদাচরণ দারোগার ঘুষ গ্রহণের অভিযোগ
জয়নগর (কলারোয়া) প্রতিনিধি : কলারোয়া থানার দারোগা এনামুলের বিরুদ্ধে জয়নগর ইউপি’র এক মেম্বরকে অহেতুক জনসম্মুখে অশ্রাব্য ভাষায় গালমন্দ ও দু’দফায় ১২হাজার টাকার ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়াগেছে। উক্ত লিটনের বাড়ীর সামনে অহেতুক দারোগা এনামুল মেম্বর মোসলেম আলিকে জনসম্মুখে তুই তোকারি করে অশ্রাব্য ভাষায় গালমন্দ করেন। একপর্যায় দারোগার এহেন আচারনের কথা মেম্বর মোসলেম আলি থানার ওসি’র কাছে নালিশ করার কথা বললে ওই দারোগা বলেন ও.সি তোর না আমার ? মেয়েলি ওই ঘটনা মিমাংসা করে দিবে বলে ওই দারোগা ৩০হাজার টাকা ঘুষ দাবী করেন। টাকা না দিলে লিটনকে জেলহাজতে যেতে হবে বলে ভয়ভীতি দেখান ওই দারোগা। একপর্যায় লিটনের বাবার কাছ থেকে প্রথম দফায় দুই হাজার টাকা নিয়ে নেন। বাকী টাকা মিমাংসার পর দিতে হবে বলে সন্ধ্যায় থানায় বাদী-বিবাদীকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে থানায় চলে যান। দারোগার কথামতো বাদী-বিবাদী পক্ষ শনিবার সন্ধ্যায় মেম্বও মোসলেম আলিসহ থানায় হাজির হন। একপর্যায় বিষয়টি মিমাংসার পর উক্ত লিটনের কাছ থেকে দ্বিতীয় দফায় ১০হাজার টাকা ঘুষ নেন দারোগা এনামুল। 8,284,474 total views, 6,115 views today |
|
|
|