আগস্ট ১, ২০২২
আশাশুনি থেকে ৫২৬৫ কেজি ধান ও শস্য বীজ সংগ্রহের সিদ্ধান্ত
![]() নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলা থেকে এবারই প্রথম সরকারি ভাবে ধান ও শস্য বীজ সংগ্রহ করা হচ্ছে। এবছর উপজেলার বিভিন্ন চাষীর নিকট থেকে ৫ টন ধান বীজ ও ২৬৫ কেজি শস্যবীজ সংগ্রহ করা হবে। আশাশুনি থেকে ব্রিধান ৯৯, ৮৮, ৬৭ ও বিনা ধান ১০ এর ৫ টন বীজ সংগ্রহ করা হবে। এছাড়া সরিষা বীজ সংগ্রহ করা হবে ২৬৫ কেজি। ৯টি নমুনা সংগ্রহ করে বীজ প্রত্যায়ন এজেন্সিতে পাঠানো হয়েছিল। যার মধ্যে ৭টি নমুনা গ্রহনযোগ্যতা অর্জন করেছে। ধান বীজ নমুনা দ্রæতই পাঠানো হবে। পরীক্ষার পর গৃহীত হলে বিএডিসি’র কাছে ৫ টন ধান বীজ সরবরাহ করা হবে। তিনি আরও বলেন, চাষী পর্যায়ে বীজ সংগ্রহের কারণে চাষীরা উপকৃত হবে এবং বীজের চাহিদাও পূরণ হবে। সাথে সাথে কৃষক, কৃষি অফিস ও বিএডিসি’র মধ্যে সংযোগ সৃষ্টি হবে। 5,944,229 total views, 2,041 views today |
|
|
|