নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বাড়ির মালিককে অজ্ঞান করে নগদ টাকাসহ ৪ লক্ষ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার শোভনালী ইউনিয়নের শরাফপুর গ্রামের স্বাস্থ্য দপ্তরের অবসরপ্রাপ্ত অফিস সহকারী নজরুল ইসলাম (৭৮) এর বাড়িতে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম ঘটনার রাতে খাওয়া দাওয়া শেষে বিল্ডিং এর নিচের তলায় ঘরে ঘুমিয়ে পড়েন। তার ছেলেসহ বাড়ির অন্যরা দ্বিতলায় ঘুমান। ধারণা করা হচ্ছে রাতের কোন একসময় সংঘবদ্ধ চোরেরা চেতনা নাশক স্প্রে করে নজরুল ইসলামকে অচেতন করে গ্রীলের তালা ভেঙ্গে ভিতরে ঢোকে। এরপর মালিকের কাছে থাকা চাবি নিয়ে স্টিলের আলমারীর তালা খুলে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এসময় তারা দলিল, কাগজপত্র, কাপড়চোপড় তছনছ করে মেঝেতে ছড়িয়ে ফেলে। পরদিন (মঙ্গলবার) সকাল ৭ টার দিকে তাকে অচেতন ও মালামাল ছড়িয়ে ছিটিয়ে রাখা দেখতে পেয়ে বাড়ির লোকজন চুরির বিষয়টি বুঝতে পারে। থানা পুলিশকে অবহিত করা হলে খবর পেয়ে থানার এসআই মিঠুন মন্ডল ঘটনাস্থান পরিদর্শন করেন। এবং সন্দেহভাজন একই গ্রামের মৃত আঃ মাজেদ সরদারের ছেলে বাবরালীকে জিজ্ঞাসাবাদ করতে থানা হেফাজতে নেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, ঘটনা জানার পর প্রাথমিক তদন্ত ও সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যাপক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।