নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বেউলা গ্রামে মন্দিরের বারান্দার টাইলস ভেঙ্গে মন্দিরে নিক্ষেপ করে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সোমবার (২২ আগস্ট) সকাল ১০ টা থেকে বেলা ১ টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বেউলা শ্রীশ্রী শ্যামাকালি মন্দির ১২০৯ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত। প্রাচীন এই মন্দিরটির এলাকায় সুপরিচিতি রয়েছে। মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুকণ্ঠ রাহা, প্রাক্তন সভাপতি বিশ্বনাথ সরকার, পুজারী অধীর ঢালী ও পুরোহিত নারায়ন চক্রবর্ত্তী জানান, সোমবার সকাল ৯.৩০ টায় পুরোহিত নারায়ন চক্রবর্ত্তী মন্দিরে এসে পুজার কাজ সম্পন্ন করে ১০ টার দিকে চলে যান। বেলা ১ টার দিকে বেউলা গ্রামের নিতাই সরদার পুজা দিতে গিয়ে দেখেন মন্দিরের বারান্দার টাইলস ভেঙে টাইলসের টুকরো মন্দিরের মধ্যে ছুড়ে ফেলা হয়েছে।
বিভিন্ন সূত্রে জানাগেছে, মন্দির চত্বরে উঠতি বয়সী কিছু ছেলেরা সন্দেহমূলক ভাবে ঘোরাফেরা ও অবস্থান করে থাকে। খবর পেয়ে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শিহাবুল ইসলাম শিহাব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন তদন্ত কাজ শুরু করেছি, ঘটনার সাথে জড়িতদের আইনের আনা হবে।
খবর পেয়ে বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরী ও আলতাফ হোসেন ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেন।