Site icon suprovatsatkhira.com

আশাশুনির আনুলিয়ায় বসত ঘরের পাশেই ভূগর্ভের বালি উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে আনুলিয়া ইউনিয়নের চেঁচুয়া গ্রামের লোকালয়ে একটি বসত ঘরের ৩০ ফুট পাশে ভূগর্ভ থেকে প্রকাশ্যে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালি উত্তোলন করা হচ্ছে। ফলে ভূমি ধসের শঙ্কায় রয়েছে বালি উত্তোলন বন্ধ করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন বাড়ির মালিক চেঁচুয়া গ্রামের আব্দুল বারী সরদারের ছেলে ইসমাইল হোসেন। প্রকাশ্যে সড়কের পাশে দীর্ঘ ২ মাস যাবৎ অবৈধ বালি উত্তোলন কাজ চললেও কোন প্রতিকার না হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ইসমাইল হোসেন জানান, ২০/২৫ বছর পূর্বে ভিটা বাড়িতে পাকা বসতঘর, রান্না ঘর, কাঠ ঘর, পায়খানা ঘর, পুকুর, নারিকেল গাছসহ অসংখ্য গাছ গাছালি লাগিয়ে বসবাস করে আসছি। একই গ্রামের মৃত আহম্মদ আলি গাজীর ছেলে আব্দুর রহিম তার ড্রেজার মেশিন দিয়ে ইসমাইল সরদারের বাড়ির পাশে এড. শম্ভু সিংহ’র জমির পূর্ব পাশ থেকে ২ মাস পূর্ব থেকে ভূ-গর্ভের বালি উত্তোলন শুরু করেন। রফিকুল ও আবু সাইদ ঐ বালি কিনে নিয়ে মেইন সড়কের পাশে পুকুর ভরাট করেছেন। ডিসি সাহেবের অনুমতি নিয়ে বালি উত্তোলন করা হচ্ছে বলে আস্ফালন করেন। দীর্ঘ দুই মাস অবৈধ ভাবে বালি উত্তোলন করা হলেও প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি।

গত শুক্রবার ড্রেজার মেশিন আমার বসত ঘরের মাত্র ৩০ ফুট দূরে এবং ভিটে বাড়ির মাত্র ৫ হাত দূরে বসানো হয়। প্রতিবাদ করলে তারা থামেনি বরং আমাদের নানাভাবে হুমকী ধামকী দেওয়া হচ্ছে। এভাবে সরকারি বিধি নিষেধ ও আইনকে অমান্য করে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন প্রতিরোধ না করা হলে বালি উত্তোলনে প্রতিযোগিতা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

চরম ক্ষতির মুখে থাকা ইসমাইল তার বসতবাড়ি বাঁচাতে ভূ- গর্ভের বালি উত্তোলন রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে আনুলিয়া ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তার সাথে মোবাইলে কথা হলে তিনি জানান, বালি উত্তোলন করা হচ্ছে শুনেছি। আমি এখনই ঘটনাস্থলে গিয়ে আইনানুগ ব্যবস্থা নেব।
উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান বলেন, আমি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলছি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version