আগস্ট ৩১, ২০২২
আশাশুনিতে ৫ ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বরের সাথে মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি : আসন্ন জেলা প্রশাসক নির্বাচনকে সামনে রেখে আশাশুনিতে ৫ ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বরের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি এ মতবিনিময় করেন। আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাতক্ষীরা সদর আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক (আশাশুনি) আব্দুস সামাদ বাচ্চু, ভাইস-চেয়ারম্যান তানভীর হোসেন সুজন, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুজ্জামান আশিক, পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের চেয়ারম্যান তুহিন কাগুচি সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে তিনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন, আনুলিয়া, খাজরা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বরের সাথে মতবিনিময় করেন এবং সর্বশেষ কাদাকাটি ইউনিয়ন পরিষদ হাজির হয়ে ইউপি চেয়ারম্যান দিপংকর সরকার দিপ সহ তার পরিষদের সদস্যবৃন্দের সাথে মতবিনিময় করেন। 8,282,169 total views, 3,810 views today |
|
|
|