আগস্ট ৫, ২০২২
আশাশুনিতে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ব্রাইট স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিনিধি : ‘মাদককে না বলুন খেলাধুলাকে হ্যা বলুন’ এ ¯েøাগানকে সামনে রেখে আশাশুনিতে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উত্তর বলাবাড়িয়া ফুটবল একাদশকে হারিয়ে স্বাগতিক ব্রাইট স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকালে আশাশুনি ব্রাইট স্পোর্টিং ক্লাবের আয়োজনে সদরের দয়ারঘাট ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলা উদ্বোধন করেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভূজিৎ মন্ডল। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে স্বাগতিক ব্রাইট স্পোর্টিং ক্লাব ও উত্তর বলাবাড়িয়া ফুটবল একাদশ। ম্যাচটি নির্ধারিত সময়ে কোন দল গোলের দেখা না পাওয়ায় খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৩-৪ গোলে হারিয়ে ব্রাইট স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। খেলা পরিচালনা করেন সন্ন্যাসী চরণ বর্মণ। ধারাভাষ্যে ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। 8,182,594 total views, 4,955 views today |
|
|
|