নিজস্ব প্রতিনিধি : ভোলায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্র দলের সভাপতি নুরে আলম হত্যার প্রতিবাদে আশাশুনিতে যুব দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সদরের ব্রাক অফিসের সামনে উপজেলা যুব দলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে আশাশুনি-ঘোলা সড়ক প্রদক্ষিণ করে বটতলা চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।
যুব দলের আহŸায়ক শরিফুল আহসান টোকন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন। বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহŸায়ক আমীর হোসেন বাদশা, যুগ্ম-আহŸায়ক মিজানুর রহমান, যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, যুগ্ম-আহŸায়ক হাফিজুল ইসলাম, আব্দুর রহিম, সাদিক আনোয়ার ছট্টু, রফিকুল ইসলাম, সেকেন্দার আলী বাদশা, যুবদল নেতা শফিউল আলম সুজন, বড়বাবু, শামীম রেজা।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীউলা ইউনিয়ন যুব দলের আহŸায়ক শহিদুল ইসলাম, রাজু আহমেদ, বড়দলের আহŸায়ক শরিফুল ইসলাম, আনুলিয়ার যুগ্ম আহŸায়ক হাফিজুল ইসলাম, সদর ইউনিয়নের সদস্য সচিব হাসেমুজ্জামান হাসেম, প্রতাপনগরের আহŸায়ক কেরামত আলী, সদস্য সচিব শফিকুল ইসলাম ও জোবায়ের আহমেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা ভোলায় বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে নিহত দুই নেতা হত্যায় জড়িতদের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং পাশাপাশি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান।