আগস্ট ২৫, ২০২২
আশাশুনিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোড শেডিং, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও খুন-গুম এর প্রতিবাদে ও দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকালে আশাশুনি উপজেলা সদরের দুর্গাপুর বালির মাঠে উপজেলা বিএনপির সহযোগিতায় জেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক আহŸায়ক স ম হেদায়েতুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক সাবেক এমপি কাজী আলা উদ্দিন, জেলা যুগ্ম আহŸায়ক চেয়ারম্যান আব্দুর রউফ, যুগ্ম আহŸায়ক শেখ তরিকুল হাসান, পৌর বিএনপির আহŸায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির সাবেক আহŸায়ক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ ও বিএনপি নেতা শাহরিয়ার জামান। সভায় কৃষকদল কেন্দ্রীয় সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিনু, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, স্বেচ্ছাসেবক দল সভাপাতি সোহেল আহমেদ মানিক, কৃষকদল সভাপতি আহসানুল কাদির স্বপ্ন, জিয়া পরিষদ সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, জাসাস সভাপতি ফারুক হোসেন, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কেন্দ্রীয় সদস্য এড. এবিএম সেলিমসহ উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 8,288,516 total views, 10,157 views today |
|
|
|