প্রেস বিজ্ঞপ্তি : “রক্ত দেওয়া অন্যের, কাজটি অতি পূণ্যের” শ্লোগানে সাতক্ষীরায় অনির্বাণ অনির্বাণ ব্লাডব্যাংকের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচব্যাংক এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সাতক্ষীরা শহরের বাঁকাল বাজুয়ারডাঙ্গী মাঠে প্রীতি ফুটবল ম্যাচে অনির্বাণ অনির্বাণ ব্লাডব্যাংকের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচব্যাংক বনাম ওয়েভস্ কালচারাল একাডেমির মধ্যে অনুষ্ঠিত হয়।
খেলায় ২-১ এক গোলে অনির্বাণ অনির্বাণ ব্লাডব্যাংকের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচব্যাংক বিজয়ী হয়। খেলায় প্রথম গোল করেন অনির্বাণ বøাডব্যাংক এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশিকুজ্জামান আশিক এবং দ্বিতীয় গোল করেন আয়ুব হোসেন। এছাড়া ওয়েভস্ কালচারাল একাডেমির পক্ষে একটি মাত্র গোল করতে সক্ষম হন রেজাউল ইসলাম খোকন।