Site icon suprovatsatkhira.com

অনলাইনে ক্রয়কৃত কবুতর ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিজিবির বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক : অনলাইন থেকে ২০ হাজার টাকা মূল্যের একজোড়া কিং প্রজাতির কবুতর কিনেছিলেন সাতক্ষীরা সদর উপজেলার জেয়ালা গ্রামের ক্ষুদ্র খামার ব্যবসায়ী মো. রাজু আহম্মেদ। সেই কবুতর ফুলঝুড়ি পরিবহনের মাধ্যমে সাতক্ষীরা কাউন্টারে পৌঁছানোর আগেই ঝাউডাঙ্গা বিজিবি চেকপোস্ট নামক স্থানে পৌঁছালে অবৈধ কবুতর দাবি করে গাড়ি থেকে নামিয়ে নেয় কর্তব্যরত বিজিবি সদস্যরা। ভুক্তভোগী ওই ক্ষুদ্র কবুতর ব্যবসায়ীর অভিযোগ যথাযথ প্রমাণ প্রদর্শন করা সত্তে¡ও উদ্দেশ্য প্রণোদিত হয়ে উন্নত জাতের কবুতর ছিনিয়ে নিয়েছেন বিজিবি। ভুক্তভোগী সাতক্ষীরা শহরের অদূরে জেয়ালা গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে মো. রাজু আহমেদ জানান, ‘গত ১৯ আগস্ট অনলাইনে পাবনার আমিনপুর থানার ধোলায় এলাকার ঘরোয়া খামারী মতিয়ার রহমানের থেকে ২০ হাজার টাকা মূল্যের একজোড়া কিং কবুতর ক্রয় করেন।

যার মূল্য মতিয়ার রহমানের মোবাইল ব্যাংকিংয়ের নগদ নাম্বারে পরিশোধ করা হয়। সেই সূত্রে উক্ত মতিয়ার রহমান পাবনা থেকে লোকাল বাসে করে কুষ্টিয়ার ফুলঝুড়ি কাউন্টারে গিয়ে ওই পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-০৯১০) নং বাসে সাতক্ষীরায় কবুতর পৌঁছানোর জন্য বুকিং দিয়ে সুপারভাইজার মো. আব্দুর রহিমের মাধ্যমে সাতক্ষীরায় পৌঁছানোর কথা হয়। সেই মোতাবেক বাসে করে কবুতর নিয়ে আসার সময় রবিবার (২১ আগস্ট) দুপুরে সাতক্ষীরা সদর থানার ঝাউডাঙ্গা বিজিবি চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা বাস থেকে কবুতর নামিয়ে নেয়’। তিনি আরো জানান, ‘খবর পেয়ে আমি ঝাউডাঙ্গা বিজিবি ক্যাম্পে গিয়ে কবুতরের মালিকানা ক্রয়-বিক্রয়ের প্রমাণ দেখালেও তারা গায়ের জোরে কবুতর দুটি অবৈধ বলে আটক রাখেন’। ক্ষুদ্র খামারী মো. রাজু আহমেদ বলেন, ‘বৈধ কবুতর ফিরে পাওয়ার জন্য আমি বিজিবির ব্যাটালিয়ান অধিনায়কের দপ্তরে গেলেও আমাকে পাত্তা দেয়নি’। তিনি আরো বলেন, ‘ঘরোয়াভাবে নিজ বাড়িতেই বিভিন্ন জাতের কবুতর পালন করে সংসারের খরচ নির্বাহ করি। একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে ২০ হাজার টাকা মূল্যের বৈধ কবুতর বিজিবি ছিনিয়ে নেওয়ায় আমার অনেক বড় ক্ষতি হয়েছে। বিজিবি আইনের সম্পূর্ণ অপব্যবহার করেছেন। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক কার্যকারী পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি’। এ বিষয়ে বিজিবির ঝাউডাঙ্গা ক্যাম্প কমান্ডার জানান, ‘ঘটনাস্থলে কবুতরের মালিক না থাকায় অবৈধ সন্দেহে এক জোড়া কবুতর জব্দ করা হয়। যথাসময়ে কবুতরের মালিকপক্ষ না আসায় তা সিজার লিস্ট করা হয়েছে’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version