জুলাই ২৫, ২০২২
কয়রায় বিদ্যুৎ স্পৃষ্টে সিপিপি সদস্যের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রায় আশরাফুল সানা (৩৫) নামে ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী(সিপিপির)এক সিদস্য বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছেন। তিনি আমাদী ইউনিয়ন সিপিপির ৮নং ইউনিটের সদস্য ও খেওনা গ্রামের নেসারউদ্দীন সানার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড় পাচঁ টার দিকে আশরাফুল ও তার বাবা মিলে তাদের মৎস্য ঘেরে পানি নিষ্কাশন করে মাছ ধরার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়। পানি নিষ্কাশনের জন্য বৈদ্যুতিক মোটর সেট করার পরে বৈদ্যুতিক সুইচ চালু করলে বৈদ্যুতিক স্পৃষ্টে তাকে পানিতে ফেলে দেয়। সেখান থেকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত আশরাফুলের বাবা বলেন, ঘেরের পানি ছেঁচে মাছ ধরার জন্য ভোরে আমি আর আমার ছেলে আনুমানিক সাড়ে পাঁচটার দিকে ঘেরের বাসায় যাই। এক পর্যায়ে বৈদ্যুতিক মোটর সেট করে আমাকে কারেন্ট লাইন দিতে বলে এবং কিছুক্ষণ পরে লাইন বন্ধ করে দিতে বলে। লাইন বন্ধ করে দেওয়ার পর কিছু সময় পরে পুনরায় কারেন্ট লাইন দিতে বলে। কারেন্ট লাইন দেওয়ার সাথে সাথে ধাক্কা মেরে মাছের ঘেরের মধ্য ফেলে দিল। আমি কারেন্ট লাইন বন্ধ করে ছুটে যাই। আমি ঘটনা স্থলে যেয়ে দেখি আমার ছেলে ঘেরের কাদার ভিতরে মাথা দিয়ে ভূটহয়ে পড়ে আছে। তখন আমার হাঁক চিৎকারে পাশের লোকজন এসে বাড়িতে নিয়ে যায় তখনও আমার ছেলে জীবিত ছিল বলে কান্নায় ভেঙ্গে পড়ে। আশরাফুলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 8,413,266 total views, 1,419 views today |
|
|
|