জুলাই ২০, ২০২২
কালিগঞ্জে প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, ক্ষুদ্র মেরামতের ২ লক্ষ টাকা লুটপাটের অভিযোগের তদন্ত সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের তারালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রভাতী মন্ডলের বিরুদ্ধে ম্যানেজিং কমিটি ও ক্রয় কমিটির সদস্যদের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে ক্ষুদ্র মেরামতের জন্য বরাদ্দকৃত দুই লক্ষ টাকা আত্মসাৎতের অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে।
উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নির্দেশে সহকারি শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ও নয়ন সাহা বুধবার (২০ জুলাই) সকাল ১০ টার দিকে স্কুল ভবনে এ তদন্ত সম্পন্ন করেন। তদন্তের সময় উপস্থিত সকলে জানান, বিগত ৩ বছর আগে প্রধান শিক্ষিকা প্রভাতী মন্ডল যোগদান করার পর থেকেই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যদের তোয়াক্কা না করে ভুয়া ভাউচারের মাধ্যমে ¯িøপ কমিটির টাকা সহ অত্র স্কুলের ক্ষুদ্র মেরামতের ২ লক্ষ টাকা উত্তোলন করে নামমাত্র খরচ দেখিয়ে প্রায় লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছে।
এর আগেও তার বিরুদ্ধে ক্ষুদ্র মেরামতের ২ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ রয়েছে। প্রসঙ্গত: উপজেলার তারালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাদী হয়ে প্রধান শিক্ষিকা প্রভাতী মÐলের বিরুদ্ধে গত ২৩ জুন দুর্নীতি দমন কমিশন, সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বরাবর প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। 8,590,612 total views, 7,298 views today |
|
|
|