জুলাই ২৮, ২০২২
কাদাকাটি হাই স্কুলের ঝুঁকিপূর্ণ দ্বিতল ভবন ঝুঁকিপূর্ণ নতুন ভবনের দাবি
নিজস্ব প্রতিনিধি : আশাশুনির কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ের জরাজীর্ণ দ্বিতল ভবনে শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থীরা প্রাণ হাতে নিয়ে স্কুল পরিচালনা করতে বাধ্য হচ্ছেন। এই ২য় তলার দু’ টি কক্ষে ক্লাস পরিচালনা করা হচ্ছে। অফিস রুম টাইলস বসানো হয়েছে। সব মিলিয়ে বিল্ডিংটি মোটামুটি দর্শণীয় হলেও বর্তমানে বিল্ডিং এর অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে। মেঝে, দেওয়াল, ছাদে ফাঁটল ধরেছে। অবস্থা খুবই ঝুকিপূর্ণ। মেঝের টাইলসও বসে ও ফাকা হয়ে গেছে। বিল্ডিং এর পিছনে ২০০০ সালে সারিবদ্ধ ভাবে মেহগনি গাছ লাগানো হয়েছিল। গাছ গুলো এখন অনেক বড় হয়েছে। গাছের শেকড় বিল্ডিং এর ভীতের মধ্যে ঢুকে গেছে। ফলে বিল্ডংকে ক্ষতিগ্রস্ত করে ফেলছে।
স্কুলের প্রধান শিক্ষক বদিউজ্জামান খান বলেন, ভবনটির অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। দ্রæত অসারণ করে নতুন ভবন নির্মাণ না করা হলে যেকোন সময় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। 8,603,517 total views, 11,396 views today |
|
|
|