জুলাই ২১, ২০২২
আশাশুনিতে নাকতাড়া আশ্রয়ণ প্রকল্পের চাবি হস্তান্তর
সমীর রায়, আশাশুনি : সাতক্ষীরার আশাশুনিতে প্রধানমন্ত্রী কার্যালয়ের অর্থায়নে ও বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত¡বধায়নে নির্মিত নাকতাড়া আশ্রয়ণ প্রকল্পের চাবি হস্তান্তর করা হয়েছে। যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের বাস্তবায়নে ও মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজের নির্মান সহায়তায় উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া (বালুর মাঠ) গ্রামে ২৫টি পরিবারের জন্য আশ্রয়ণ প্রকল্পের ৫ টি ব্যারাক নির্মান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রশাসনের কাছে নাকতাড়া আশ্রয়ণ প্রকল্পের ৫ টি ব্যারাকের চাবি হস্তান্তর করেন যশোর সেনানিবাসের ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক, লে. কর্ণেল নাজমুন্নাহার (পিএসসি)। উপজেলা প্রশাসনের পক্ষে চাবি গ্রহন করেন আশাশুনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান। এসময় উপস্থিত ছিলেন মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল খালেক, ওয়ারেন্ট অফিসার মো. ফয়জার রহমান, কর্পোরাল মনিরুজ্জামান, সার্জেন্ট আব্দুল মাজেদ, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপঙ্কর বাছাড় দীপু সহ পরিষদের সদস্যবৃন্দ ও উপকারভোগী ২৫ পরিবারের সদস্যবৃন্দ। 8,604,489 total views, 12,368 views today |
|
|
|