জুলাই ১৮, ২০২২
অবৈধ অনুপ্রবেশ সুন্দরবনে আটক ২৫ জেলের সাত লাখ টাকা জরিমানা
ডেস্ক রিপোর্ট: সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে প্রবেশ নিষিদ্ধ সময়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ২৫ জেলেকে আটক করে বন আইনে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ জুলাই) বেলা ১১ দিকে বুড়িগোয়ালিনী বন স্টেশন অফিসার (এসও) নুর আলমের নেতৃত্বে সদস্যরা গহিন সুন্দরবনের ৪৯ নং কর্ম্পাটমেন্টের আওতায় তালপট্টি এলাকা থেকে জেলেদের আটক করেন। এসময় জেলেদের ব্যবহৃত ১টি ফিশিং ট্রলার ও ২ টি মিনি ফিশিং ট্রলার সহ আনুসঙ্গিক মালামাল জব্দ করে আভিযানিক দলটি।
আটক জেলেরা হলেন- ভোলা জেলার চরশফি এলাকার হারুনার রশিদ, লিটন, মোসলেম উদ্দীন, মোঃ আমির হোসেন, ইয়াছিন, জিলন ও নুর আলম এবং নোয়াখালি জেলার মাইজদি সদর উপজেলার আন্দারচর এলাকার মোঃ শামিম, মোঃ শিপন, মোঃ হানিফ, আবু তাহের, আব সাঈদ, মোঃ শফিক, জাকির হোসেন, বিল্লাল, আবু সাঈদ, মোঃ দিদার হোসেন, তরিকুল ইসলাম, মোঃ আবুল কাশেম, মোঃ নুর আলম এবং পটুয়াখালি জেলার কলাপাড়া উপজেলার মজিদপুর গ্রামের রহিম ব্যাপারি, রেজাউল করিম, আবুল কাশেম, রাকিবুল ইসলাম, ও নাসির ফরাজি। 8,596,484 total views, 4,363 views today |
|
|
|