নিজস্ব প্রতিনিধি : পশ্চিম বন বিভাগ, খুলনার অধীনে সরকারী বিধি মোতাবেক সাতক্ষীরা রেঞ্জের এসিএফ এম.এ হাসানের বিদায় ও নবাগত এসিএফ ইকবাল হোসাইন চৌধুরীর যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকাল ৪টায় সাতক্ষীরা রেঞ্জ এর বুড়িগোয়ালিনী স্টেশন অফিসারের কার্যালয়ে সাতক্ষীরা রেঞ্জের এসিএফ এম.এ হাসানের বিদায় ও নবাগত এসিএফ এম.কে এম ইকবাল হোসাইন চৌধুরীর বরণ অনুষ্ঠানের আয়োজন করেন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা ও কর্মচারীরা। উক্ত অনুষ্ঠানটি বুড়িগোয়ালিনী ফরেষ্ট স্টেশন কর্মকর্তা নুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, কদমতলা স্টেশন কর্মকতা মোশাররফ হোসেন, বুড়িগোয়ালিনী সহকারী স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম (হাবিব), কোবাদক স্টেশন কর্মকর্তা ফারুকুল ইসলাম, কৈখালী স্টেশন কর্মকর্তা হারুন অর রশিদ সহ সাতক্ষীরা রেঞ্জের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীগণ। বিদায়ী এসিএফ এম.এ হাসানকে ও নবাগত এসিএফ কে.এম.এম ইকবাল হোসাইন চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পরেই বিদায়ী এসিএফ এম.এ হাসান সকলের উদ্দেশ্যে বলেন, সাতক্ষীরার রেঞ্জ অন্যান্য রেঞ্জ থেকে সম্পুর্ন আলাদা। সুন্দরবন রক্ষায় আগামী দিনে নবাগত এসিএফকে আপনারা সকলেই কাজের ক্ষেত্রে সহযোগিতা করবেন। সুন্দরবনে যার যে দায়িত্ব সেটি সঠিক ভাবে পালান করার জন্য বিশেষ অনুরোধ করেন সকল কর্মকর্তা ও কর্মচারীর প্রতি। সকলের আগামী দিনে সুন্দর জীবন হোক এই শুভ কামনা করেন তিনি। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাগাছিয়া টহলফাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম।