জুলাই ৩০, ২০২২
মানুষ মানুষের জন্য বাঁচতে চায় মাদ্রাসা ছাত্র রাশেদুজ্জামান
ঝাউডাঙ্গা প্রতিনিধি: বাঁচার আকুতি ৬ষ্ঠ শ্রেনী ছাত্র রাশেদুজ্জামানের । সে দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য জ্বরে ভূগছে। সাতক্ষীরা ডক্টর ল্যাবে তার রক্ত পরীক্ষা করা হয় রক্ত পরীক্ষা শেষে কর্মরত ডাক্তার তার রক্তে ক্যান্সার ধরা পড়েছে এমনটা জানিয়েছেন। এবং তাকে ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারের সুচিকিৎসর পরামর্শ র্দিয়েছেন। সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ওয়ারিয়া গ্রামের বাসিন্দা তাঁর পিতার নাম কবিরুজ্জান এবং তার মাতার নাম পারভীন এর বড় পুত্র রাশেদুজ্জামান এবং একটি কন্যা সন্তান রয়েছে তাদের। রাশেদুজ্জামান ও পরিবারের বড় পুত্র সন্তান। রাশেদুজ্জামান একজন অসহায় ও দিনমজুর গরীব পরিবারের ছেলে। তার বাবা মটর শ্রমিকের কাজ করে এবং মা গৃহিনী বলে জানাযায়। রাশেদুজ্জামান উন্নত চিকিৎসার খুবই জরুরী । সে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনী ছাত্র তার রোল নম্বর (৪০)। এ বিষয় রাশেদুজ্জামান বলেন, গাঁয়ে জ্বর বুকে ব্যাথা এরং শ্বাস-প্রশ্বাস দিতে কষ্ট হয়। রাশেদুজ্জামান আরো বলেন আমি সকলের মত বাঁচতে চাই আমার ও বাঁচার অধিকার আছে। আমার অনেক আশা ছিল আমি বড় হয়ে একজন মাওলানা হবো এবং দীনের পথে কাজ করবো মানুষের সেবা করব। কিন্তু এ দুরারোগ্য ব্যধির কারণে আমার সেই আশা ভেঙ্গে যাচ্ছে । এখন ১২ বছর বয়সী রাশেদুজ্জামান জ্বালা যন্ত্রনায় কাতরাচ্ছে। কিন্তু টাকার অভাবে তার উন্নত চিকিৎসার করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না সে কারনে তার পরিবারের পক্ষ থেকে সাহায্য আকতি জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানাঃ রুপালি ব্যাংক লিমিটেড ঝাউডাঙ্গা শাখা কবিরুজ্জান হিসাব নাম্বার ১০৪৯৭ বিকাশ পার্সোনাল নম্বর ০১৭৪৮৯৬১৪২৫ এ বিষয় রাশেদুজ্জামান এর পরিবার সমাজের বৃত্তবানদের কাছে রাশেদুজ্জামান এর উন্নত সু চিকিৎসা, জন্য এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহŸান জানিয়েছেন। 8,772,157 total views, 3,880 views today |
|
|
|